নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পাওয়া গোলাম রাব্বানী বলেছেন, এ বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। সিলেটের বর্তমান ছাত্রলীগের কমিটিতে বিভিন্ন সমস্যা সম্পর্কে আমারা অবগত আছি।
দায়িত্বগ্রহণের পর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসা নতুন সাধারণ সম্পাদক শুক্রবার (১০ আগস্ট) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন। এসময় ছাত্রলীগের নতুন নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন সিলেট ছাত্রলীগের বিপুল নেতাকর্মী।
এসময় এসকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘যারা ছাত্রলীগের কমিটিতে আসার জন্য তাদের জীবন বৃত্তান্ত কেন্দ্র পাঠিয়েছেন সে সকল আগ্রহীদের কাগজপত্র সংগ্রহ করে তালিকা আকারে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হবে। পরে সেখান থেকেই সিলেটের নেতাদের নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
তবে শ্রম আর মেধা না থাকলে ছাত্রলীগের নেতা হওয়া যায় না বলেও উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন তিনি।