• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শনিবার সিলেট আসছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক ও সম্পাদক হারুনুর রশিদ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৬

194-copy-600x330বিজয়৭১ বিপোর্ট: আওয়ামী লীগ সভানেত্রী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ২৩ নভেম্বর বুধবার সিলেট আসছেন। তাঁর আগমণ উপলক্ষ্যে আগামী শনিবার সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব  মুহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। তাঁরা ওইদিন দুপুর ২টায় রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে সিলেট বিভাগ যুবলীগের নেতৃবৃন্দের সাথে প্রতিনিধি সভায় বক্তব্য রাখবেন। এ দু’জন ছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আহমদ আল কবির, অ্যাডভোকেট বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিকসহ দুইশতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন প্রতিনিধি সভায় ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম মুক্তি বলেন, ওই সভায় যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা সফলের ব্যাপারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে মহানগর যুবলীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এখন কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে মহানগর যুবলীগ।