• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সেলিম চৌধুরী ছিলেন নিপীড়িত প্রবাসীদের প্রকৃত বন্ধু

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৪, ২০১৬

11জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের (জেপিকেপি) কেন্দ্রীয় সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রহমান চৌধুরী বলেছেন, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ চৌধুরী ছিলেন একজন নিবেদিত রাজনীতিবিদ এবং সামাজিক সংগঠক। তাঁর হাত ধরে জেপিকেপি আজ অনেক দূর এগিয়েছে। তাঁকে হারিয়ে সংগঠনের অফুরন্ত ক্ষতি হয়েছে। তিনি ছিলেন নিপীড়িত প্রবাসীদের প্রকৃত বন্ধু। সেলিম আহমদ চৌধুরী একজন অনন্য ব্যক্তি ছিলেন। তিনি রাজনীতিতে যেমন একজন কর্মীবান্ধব নেতা ছিলেন তেমনি অসহায় মানুষের কাছে ছিলেন একজন বিপদের বন্ধু। তাঁর কাজেই তিনি সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। গত শনিবার সন্ধ্যা ৫টায় জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ (জেপিকেপি)-এর উদ্যোগে সেলিম আহমদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নগরীর সুরমা টাওয়ারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভা ও দুআ মাহফিলে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

2জেপিকেপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেপিকেপির উপদেষ্টা, সিলেট আইনজীবী সমিতির সভাপতি এতেএম সামিউল আলম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, জেপিকেপির সিনিয়র সহসভাপতি মো. নছির মিয়া, সহসভাপতি দেওয়ান আবিদুর রেজা চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, অ্যাডভোকেট আব্দুর রহিম, সহসাধারণ সম্পাদক রুজিনা আক্তার শীপা, মো. আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক যাদু শিল্পী বেলাল আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর খান, অর্থ সম্পাদক মো. মাসুদ আহমদ, যুগ্ম অর্থ সম্পাদক হোসেইন মো. সামী, প্রচার সম্পাদক এস.এম. সাব্বির আমীন তাহমীদ, দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক শিপু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মোশারফ রাশেদ, এনজিও বিষয়ক সম্পাদক কাউন্সিলর শামীমা স্বাধীন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহতাসিম বিল্লাহ মাকিন, শ্রম সম্পাদক মো. আশিক মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বাহাদুর হুদা চৌধুরী, শিক্ষা সম্পাদক প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রভাষক মো. আমিনুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হেনা বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক মো. ফয়ছল আহমদ।
3উপস্থিত ছিলেন সদস্য মো. সামছুল ইসলাম জুবায়ের, কয়েছ আহমদ সাগর, মো. আব্দুল মান্নান, মো. ইউসুফ, খায়রুল জাফর চৌধুরী প্রমুখ।
আলোচনাসভা শেষে মরহুম সেলিম আহমদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। পরে শিরণি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি