• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রপতির সঙ্গে কামালের সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বঙ্গভবন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৮

বি৭১নি ডেস্ক :
রাষ্ট্রপতির সঙ্গে কামাল হোসেনের সাক্ষাতের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বঙ্গভবন।
১৩ ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বিএনপির প্যাডে লেখা একটি চিঠি বঙ্গভবনে পাঠানো হয়েছিল।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন জোটের ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান জানিয়ে চিঠিতে তার ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়।
সোমবার (১৭ ডিসেম্বর) চিঠির বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘চিঠি পাওয়া গেছে। এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
বঙ্গভবনের একটি সূত্র জানা যায়, বিএনপির প্যাডে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন দলটির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। কিন্তু তাতে লেখা হয়েছে কামাল হোসেন সাক্ষাৎ করতে চান।
নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের এক কর্মকর্তা বলেন, আনুষ্ঠানিকভাবে যদি চিঠির জবাব দিতে হয় তাহলে বিএনপিকে দিতে হবে। কারণ চিঠি বিএনপির নামে। স্বাক্ষর খালেদা জিয়ার একান্ত সচিবের। তাহলে তো আমন্ত্রণ জানাতে হয় বিএনপিকে। অথচ চিঠিতে বলা হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান কামাল হোসেন।
তিনি বলেন, চিঠিতে বলা হয়েছে কামাল হোসেন রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ‘অভিপ্রায় ব্যক্ত’ করেছেন। এখানে ‘অভিপ্রায় ব্যক্ত’ করার বিষয় নেই। রাষ্ট্রপতির সাথে কেউ দেখা করতে চাইলে তিনি সম্মতি দেবেন। সাক্ষাতের বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন।
বঙ্গভবনে পাঠানো চিঠিতে আলোচনার বিষয়বস্তু বলা না হলেও বিএনপি নেতারা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এই সময়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির বিষয়ে ইসিতে অভিযোগ করেও ফল না পাওয়ায় রাষ্ট্রপতির কাছে প্রতিকার চাওয়ার কথা ছিল ঐক্যফ্রন্ট নেতাদের।