• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁদপুরে স্ত্রী, দুই সন্তানকে মেরে যুবকের ‘আত্মহত্যা’

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৮

বি৭১নি ডেস্ক:
চাঁদপুর সদর উপজেলায় দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর এক যুবকের আত্মহত্যার খবর দিয়েছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো নাসিম উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার ভোর রাতে সদর উপজেলার দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই পরিবোরের চারজন হলেন- মাইনুদ্দিন (২৬), তার স্ত্রী ফাতেমা (২৪) এবং তাদের দুই সন্তান মিথিলা (৫) ও পিয়াম (১)।
প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি বলেন; “ভোর রাতে মাইনুদ্দিন ও ফাতেমার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মাইনুদ্দিন তার স্ত্রীকে বাড়ির পুকুরে চুবিয়ে হত্যা করে।
“এরপর সে ঘরে ঘুমিয়ে থাকা দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করে। পরে মাইনুদ্দিন নিজেও ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।”
স্থানীয়রা জানান, মাইনুদ্দিন চট্টগ্রামের একটি বেকারিতে কাজ করতেন। রোববার তিনি বাড়িতে আসেন। স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হত।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, “রোববার দুপুরে মাইনুদ্দিন তাদের পারিবারিক কবর পরিষ্কার করতে লোক ডেকেছিল। রাতে যে এরকম কিছু ঘটতে পারে আমরা তা কল্পনাও করিনি।”
ওসি মো. নাসিম উদ্দিন বলেন, “পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”