• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ড. কামালকে ‘পালক সন্তান’ বললেন মতিয়া

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৮

বি৭১নি ডেস্ক :
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে ‌’বিএনপির আওতা পুলা’ (পালক সন্তান) ও ‘মাকাল ফল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ আসনের প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
আজ রোববার বিকেলে নিজ নির্বাচনী এলাকা শেরপুরে এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা মার্কার সমর্থনে জনসভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়া।
ড. কামালকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘তার নামটা একটু উল্টা-পাল্টা করে দেখেন, নামটা হয় ‘মাকাল’। আসলেই আপনি (ড. কামাল) মাকাল ফল। আপনি হলেন স্রোতের শ্যাওলা। নিজে পার্টি করেছেন। সামনে কোনো দিনও আসতে পারেন নাই। পল্টন তো দূরের কথা মুক্তাঙ্গনে একটা মিটিং করার ক্ষমতা রাখেন না। লোক হয় না। খালেদা জিয়া এখন জেলে তারেক রহমান বাইরে, তাই আপনেরে ‘আওতা পুলা’ হিসেবে নিয়ে গেছে।’
ড. কামাল হোসেন প্রসঙ্গে মতিয়া চৌধুরী আরও বলেন, ‘জীবনে কোনোদিন সরাসরি ইলেকশনে পাশ করেন নাই। বঙ্গবন্ধুর ধার দেওয়া সিটে পাশ করেছেন। তারপরও লম্বা কথা? মুক্তিযোদ্ধের সময় পাকিস্তানে মিঠ্যা খানের সঙ্গে ছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে যখন বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দেন তার সমস্ত এমপিরা কিন্তু মঞ্চে ছিলেন। তখন ড. কামাল হোসেন ছিলেন না। উনি সেদিন সিলেটের এক চা বাগানে পাকিস্তানি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন।’
মরিচপুরান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম, জেলা জাতীয়পার্টির সহসভাপতি শওকত সাঈদসহ দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক নৌকা সমর্থক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী উপজেলা রূপনারায়নকুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেন। এর আগে তিনি নকলা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।