• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাপা নেতা সৈয়দ আবুল কাশেম মন্টুর চেহলাম সম্পন্ন

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৬

montu-vaiজাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা জাপার সাবেক তিন বারের সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আবুল কাশেম মন্টুর চেহলাম গতকাল শুক্রবার (৪ নভেম্বর) কুচাই গ্রামের  তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল ও কুচাই জামেয়া মসজিদে বাদ জুমআ দুআ অনুষ্ঠিত হয়েছে। জুমআর নামাজের পর মরহুমের বাড়িতে কুরআন খানির আয়োজনে শতশত নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
দুআ ও কুরআন খানিতে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, সিলেট মহানগর জাপার সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূম, শিক্ষানুরাগী সহল আল রাজী, জাপা নেতা আলতাফুর রহমান আলতাফ, মামুনুর রশিদ মামুন, একেএম দুলাল, সালিশ ব্যক্তিত্ব আলী আজম মুকুল, আব্দুর রউফ দারা, জনতা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন শাহীন, সহসভাপতি মশফুর আহমদ, সাদেক আহমদ, সাধারণ সম্পাদক এহতেশাম হাসান লয়েছ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, ক্রীড়া সম্পাদক মঞ্জুর আহমদ, সহক্রীড়া সম্পাদক লিটন আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সাংবাদিক নুরুল হক শিপু, ইকবাল আহমদ, আজির উদ্দিন, শামীম আহমদ, রিপন আহমদ, জাবেদ আহমদ, হায়দার আলী, কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতিহ ইকবাল হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদ দুলাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সৈয়দ আবুল কাশেম মন্টু। পরদিন বুধবার তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বেলা ২টায়। শত শত ভক্ত আর নেতাকর্মী চোখের জলে বিদায় দেন প্রিয় নেতা সৈয়দ আবুল কাশেম মন্টুকে।
সৈয়দ আবুল কাশেম মন্টু ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন। তিনি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এরপর প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পার্টির রাজনীতি শুরু করেন। তিনি জেলা জাতীয় পার্টির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক, দুইবার সিনিয়র সহসভাপতি, দুইবার সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের ছোটভাই। বিজ্ঞপ্তি