জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, সিলেট জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আবুল কাশেম মন্টুর চেহলাম আজ শুক্রবার (৪ নভেম্বর) তাঁর নিজ বাড়ি কুচাই গ্রামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মিলাদ দুআ ও কুরআন খানির আয়োজন করা হয়েছে। মরহুমের বাড়িতে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন মরহুমের ছেলে সৈয়দ জামিল আহমদ।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় সৈয়দ আবুল কাশেম মন্টু শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরদিন বুধবার তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বেলা ২টায়। শত শত ভক্ত আর নেতাকর্মী চোখের জলে বিদায় দেন প্রিয় নেতা সৈয়দ আবুল কাশেম মন্টুকে। বিজ্ঞপ্তি