সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় সিলেট মহানগর যুবলীগের নেতাকর্মীরা তাঁর বাসভবনে গিয়ে ফুলেল অভিনন্দন জানিয়েছেন। রোববার রাতে মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিমের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বদর উদ্দিন আহমদ কামরানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় যুবলীগ নেতারা প্রিয় নেতা বদর উদ্দিন আহমদ কামরানের সাথে সেলফি তোলে আনন্দ উল্লাস করেন। বিজ্ঞপ্তি