বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদে টানা দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগের তিন বর্ষীয়ান রাজনীতিবিদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু নছরকে স্থান দেয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সিলেট মহানগর যুবলীগ। মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিম মহানগর যুবলীগের পক্ষে দেয়া এক বিবৃতিতে বলেন, ওই তিন নেতা সর্বজন শ্রদ্ধেয়। তাঁদের মূল্যায়ন করায় সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন অভিভাবক হারা হয়নি। নেতৃবৃন্দ প্রবীণ এ তিন নেতার দীর্ঘায়ু কামনা করে তাঁদেরকেও অভিনন্দন জানান।