• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আ.লীগের তিন উপদেষ্টাকে মহানগর যুবলীগের অভিনন্দন

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৩০, ২০১৬

1বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদে টানা দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগের তিন বর্ষীয়ান রাজনীতিবিদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু নছরকে স্থান দেয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সিলেট মহানগর যুবলীগ। মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিম মহানগর যুবলীগের পক্ষে দেয়া এক বিবৃতিতে বলেন, ওই তিন নেতা সর্বজন শ্রদ্ধেয়। তাঁদের মূল্যায়ন করায় সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন অভিভাবক হারা হয়নি। নেতৃবৃন্দ প্রবীণ এ তিন নেতার দীর্ঘায়ু কামনা করে তাঁদেরকেও অভিনন্দন জানান।