• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৮

বি৭১নি ডেস্ক :চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক ভটভটি চালক এবং পথচারী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১টার দিকে উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের কুলপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভটভটি চালক সদর উপজেলার পীরপুর গ্রামের আলী হোসেনের ছেলে ভটভটি চালক লিটন হোসেন (৩৪), কুলপালা গ্রামের আকুল শেখের ছেলে রাকিব (২২) ও সাকিব (১২)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটির চালক ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাকিব ও সাকিবকে ধাক্কা দিলে তারা আহত হন।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন বলে এ ওসি জানান।