বি৭১নি ডেস্ক : জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে দুই দলের দুই হেভিওয়েট প্রার্থী অবিরাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ ৩ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। তারা দুজনেই দলীয় নেতাকর্মীসহ নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করে চলেছেন।
বুধবার এমএ মান্নান জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। অন্যদিকে, মাওলানা শাহীনুর পাশা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। স্থানীয় ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। দলীয় নেতাকর্মীরা নিজেদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য পাড়ায় মহল্লায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচনে সাবেক পরারাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ পুত্র আজিজুস সামাদ ডন ভক্তদের প্রভাব পড়বে বলে দলীয় নেতাকর্মীরা জানান। এক্ষেত্রে ডন ভক্তদের অবস্থান এখনো নিশ্চিত নয়। কোনদিকে তাদের প্রভাব পড়বে বলতে পারছেন না দলীয় নেতাকর্মীরা। ইতি মধ্যেই নৌকার প্রার্থী এম এ মান্নান দলীয় মনোনয়ন বঞ্চিত আজিজুস সামাদ ডনকে ম্যানেজ করতে তার বাসায় যান। বুধবার নৌকার প্রার্থী এম এ মান্নান সিলেটভিউকে বলেন, ডনের সাথে বৈঠক করেছি। সকল মতভেদ দূর হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন নৌকার পক্ষে দুয়েক দিনের মধ্যে প্রচারণায় নামবেন।
এদিকে ঐক্য ফ্রন্ট মনোনিত ধানের শীষের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা বিএনপির একাংশ কে নিয়ে বৈঠক করেন। এ ব্যাপারে দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মালেক খান দুঃখ প্রকাশ করে বলেন, মাওলানা পাশা আমাদের সাথে এখনও কোন যোগাযোগ করেননি। নির্বাচনী বৈতরনী পার হতে হলে সবাইকে নিয়ে মাঠে নামতে হবে। আরেক দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা লেঃ কর্নেল (অবঃ) আলী আহমদ বিএনপির কতিপয় নেতাদের বিরুদ্ধে মনোনয়ন ব্যাণিজ্য ও মাওলানা পাশার বিরুদ্বে নানা অভিযোগ করে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবিরাম লেখালেখি করে যাচ্ছেন। এ ব্যাপারে বুধবার মাওলানা শাহীনুর পাশার সাথে যোগাযোগ করলে তিনি সিলেটভিউকে বলেন, আলী আহমদ বিএনপি ও আমার বিরুদ্ধে মিথ্যাচার করে চলেছেন। তার কাছ থেকে এটা কাম্য নয়, এর ফল শুভ হবে না।