• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

সারাদেশে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন: যুব জমিয়ত বাংলাদেশ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক : যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সারা দেশে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বস্থরের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।
বুধবার দুপুরে পুরানাপল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা তাফহীমুল হক। সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামালের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ মাসউদ কাফি, মাওলানা বোরহান উদ্দীন, যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা মামনুনুল হক, মাওলানা আব্দুল্লাহ আল বাকী, সাংগঠনিক সম্পাদক খন্দকার গিয়াসুদ্দীন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা আব্দুল আহাদ আল আতীক, মাওলানা আব্দুল কুদ্দুস, সাহিত্য সম্পাদক মাওলানা মুজীবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কালীম মাহফুজ, সমাহ কল্যাণ সম্পাদক মুফতি মহিউদ্দীন আল মোমিন, নির্বাহী কমিটির সদস্য মাওলানা এরশাদ খান আল হাবীব, মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, মাওলানা ইমাম হোসাইন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল কাদির, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দেশ ও জাতির জন্য গুরুত্ববহ মনে করে সকলকে ঐক্যবদ্ধ ভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত ও জাতীয় ঐক্যফ্রন্ট সর্মথিত দেশের সকল প্রার্থীদের পক্ষে জনমত গড়ে তুলে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে আহবান জানানো হয়।
অপর এক সিদ্ধান্তে সিলেট-৫ আসনে জমিয়ত নেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সুনামগঞ্জ-৩ আসনে এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, নারায়নগঞ্জ-৪ আসনে মুফতি মুনীর হোসাইন কাসেমীর ধানের শীষ মার্কার সর্মথনে যুব জমিয়তের কেন্দ্রীয় প্রতিনিধি দল সক্রিয় ভাবে কাজ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। অপর এক প্রস্তাবে গত ১লা ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে আহত মুসল্লীদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।