• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

নির্বাচনী গণসংযোগ থেকে বিএনপির প্রার্থী আশফাক আটক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক :নির্বাচনী গণসংযোগের সময় ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাককে আটক করেছে দোহার থানা- পুলিশ। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে তাকে আটক করা হয়।

দোহার উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, বিকেল পাঁচটার দিকে উপজেলার বাঁশতলা মোড় থেকে করম আলী মোড় হয়ে জয়পাড়া পর্যন্ত নির্বাচনী গণসংযোগের প্রচারণাস্থল থেকে আশফাককে আটক করে নিয়ে যায় পুলিশ।

কিন্তু দোহার থানা পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ঢাকা-১ আসনের এই প্রার্থীকে থানায় নেওয়া হয়েছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেনের সঙ্গে আশফাকের আটকের ব্যাপারে কথা বলে জানা গেছে, যে সকল এলাকায় তিনি গণসংযোগ করছিলেন, সেসব যায়গায় অন্যান্য দলের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ঝামেলা হওয়ার আশঙ্কায় তাকে থানায় আনা হয়েছে। তবে এটি সম্পূর্ণ আশফাকের নিরাপত্তা স্বার্থে করা হয়েছে।

তবে কবে বিএনপির এই প্রার্থীকে ছাড়া হবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি সাজ্জাদ হোসেন।

দোহার উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন বলেন, ‘পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে। আমরা মাঠেই নামতে পারছি না। তবে অন্যান্য দলকে কোনো বাধা দেওয়া হচ্ছে না।’

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার কালাম জানান, সরকার দলীয় প্রার্থী দিনরাত প্রচার চালাচ্ছে অথচ সেখানে কোনো বাধা নেই। কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। অন্যায়ভাবে আমাদের নেতাকে তুলে নিয়ে গেছে। এটা অবিচার।