বি৭১নি ডেস্ক : আসন্ন একাদশ নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে বুধবার (১২ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিপা বেগম সুপা’র সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী চৌধুরী মাসুমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. এ কে আব্দুল মোমেন।
এসময় ড. মোমেন বলেন, সিলেট অত্যান্ত আধুনিক ও উন্নত শহর, “আধ্যাতিক রাজধানী উল্লেখ করে তিনি বলেন, ‘এক সময় দেশে গ্রেনেট হামলা, বোমাবাজি হয়েছে, দেশের মানুষ এমনটা চায় না।”
তিনি বলেন, “প্রতিপক্ষ বলছেন ১০ বছরে সিলেটে কোন উন্নয়ন হয়নি। আমি বলি তাদের চোখ বন্ধ, তাদের চোখে তালা। তাই তারা উন্নয়ন দেখতে পায়না।” “অতীতের ৩৮ বছরেও যা হয়নি বিগত ১০ বছরে সিলেটে প্রায় তিন হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এছাড়াও সিলেট বিমানবন্দরে আরোও ৩ হাজার কোটি টাকার উন্নয়ন হয়। সব মিলিয়ে সিলেটের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এগুলো তারা চোখে দেখেন না।”
সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগরে যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতা তপন মিত্র, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট নূরে আলম সিরাজী, শাহজাহান, রেবেকা আক্তার লাকি, মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমদ, যুগ্ন সম্পাদক মুমিনুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কর্মকার, এমদাদুল, প্রবাসী নেতা রানা আহমদ, সিরাজ মিয়া, সুলতান আহমদ, হাসান আহমদ, তাজু মিয়া সহ জেলা ও মহানগর আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।