• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক :হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ অ্যাসল্ট ও নাশকতা মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেনকে (৪৮) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) ভোরে শহরের মধ্যবাজার এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দুপুরে নবীগঞ্জ আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। যার দু’টি পুলিশ অ্যাসল্ট এবং দু’টি নাশকতার অভিযোগে দায়ের করা।