বিজয় ৭১ ডেস্ক:সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পদে অধ্যাক্ষ এনামুল হক সরর্দার তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।
৭ডিসেম্বর নির্বাচন কমিশন ভবনে আপিল করিলে আপিল না মঞ্জুর করা হয়। এর প্রেক্ষিতে ১০ ডিসেম্বর রিট পিটিশন নং ১৫৮১০/১৮ইং আদালত নির্বাচনে অংশগ্রহনে নির্দেশ প্রদান করে।
এর আগে, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ভূলত্রুটি থাকায় ২ডিসেম্বর অধ্যাক্ষ এনামুল হক সরর্দারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীতা ফিরে পেতে পরে তিনি ইসিতে আপিল করেন এবং আদালতে রিট পিটিশন করায় তাকে আদালত বহাল রাখে। তিনি সিংহ প্রতিক পেয়েছেন।