বিজয় ৭১ ডেস্ক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের ১৭ কোটি মানুষ ১০ বছরে উম্মুক্ত চিন্তা, মুক্ত চর্চা করতে পারেনি। নতুন প্রজন্মের হাত পা বেধে দেওয়া হয়েছে। সর্বশেষ গণমাধ্যমের স্বাধীনতা বন্ধ করা হয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়।
তিনি বলেন, বিএনপি হলো গণমানুষের দল আর মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হলো ধান। আমাদের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে ও দেশনায়ক তারেক রহমানকে নির্বাসনে রেখে আসন্ন একাদ্বশ সংসদ নির্বাচনকে বিএনপি ঐক্যফ্রন্ট চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাধারণ মানুষের ভালবাসাই আমাদের বিজয়ের হাতিয়ার। নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে বিএনপি ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের গণগ্রেফতার চালানো হচ্ছে। দেশব্যাপী ধানের শীষের প্রার্থীদেও উপর হামলা-মামলার মহোৎসব চলছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দেশপ্রেমিক জনতাকে এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার সিলেট সদর উপজেলার টুকেরবাজার, তেমুখী ও কাজিরবাজারসহ পৃথক স্থানে ধানের শীষের সমর্থনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন।
সকাল সাড়ে ৭টার সময় টুকের বাজার এলাকায় গণসংযোগকালে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা উপদেষ্ঠা শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, বিএনপি নেতা এনাম মেম্বার, মালেক মেম্বার, এখতিয়ার আহমদ, আবু ঈসা মেম্বার, হাজী মিছবাহ মিয়া, সাবেক ছাত্রনেতা আফসর খান, হেলাল আহমদ, এনাম আহমদ, দিনার আহমদ ও সালাম আহমদ প্রমুখ।
সাড়ে ৮টার দিকে তেমুখী পয়েন্টে জেলা অটো ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের জালালাবাদ থানা উপকমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি সায়েস্থা মিয়ার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আলমগীর হোসেন, আবুল কয়েস মঞ্জু, জালাল উদ্দিন, রুবেল আহমদ শহীদ, আহমদ আলী মেম্বার, আউয়াল মিয়া, কাইয়ুম মিয়া প্রমুুখ। এদিকে গণসংযোগ শেষে তেমুখীস্থ আবু বকর সিদ্দিক (রা:) মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে এক দোয়া মাহফিলে অংশ নেন উপস্থিত নেতৃবৃন্দ।
সকাল ১১টার দিকে কাজিরবাজার এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলার পদপ্রার্থী বিশ্বজিৎ দাস বিপ্লব, ব্যবসায়ী নজরুল ইসলাম, সেলিম আহমদ, মুহিবুর রহমান ও আব্দুল মুনিম প্রমুখ।
বেলা ১২টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জেলার সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা আফরোজ মিয়া চেয়ারম্যান, শ্রমিক নেতা সুরমান আলী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, বিএনপি নেতা জিল্লু মেম্বার, শ্রমিক নেতা মাসুকে এলাহী প্রমুখ।