• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট এসে পৌছেছেন ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌছেছেন ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।
বুধবার দুপুর ২.১০ মিনিটে সিলেট এসে পৌছার কথা থাকলেও ফ্লাইট ডিলে হওয়ার কারণে বিকাল ৪টার দিকে সিলেট এসে পৌছান তারা।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক এবিষয়টি নিশ্চিত করেন তিনি।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ড.কামাল হোসেন ছাড়াও আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেটে পৌছেছেন।
বেলা সাড়ে চারটার দিকে শাহজালাল মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারা। এসময় মাজার এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং পথসভা করবেন বলে জানা গেছে।
পরবর্তীতে শাহ পরাণ মাজার জিয়ারত করে ঐ এলাকায় গণসংযোগ করবেন তারা। সন্ধ্যার সাতটার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।