• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

ফেঞ্চুগঞ্জে মাহমুদ উস সামাদ চৌধুরী’র গণসংযোগ ও মতবিনিময়

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি দিনব্যাপী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
বুধবার (১২ ডিসেম্বর) সকাল থেকে ফেঞ্চুগঞ্জ বাজার, পিটাইটিকর, মাইজগাঁও ও বিয়ালীবাজার, ঘিলাছড়া, ঘাটেরবাজার, আশিঘরবাজার, নয়াবাজার সহ বিভিন্ন বাজারে গণসংযোগ কালে লিফলেট বিতরণ ও পৃথক পৃথক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় তিনি স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় আগামী ৩০ ডিসেম্বর ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান। গণসংযোগকালে মাহমুদ উস সামাদ চৌধুরী ৩৬০ আউলিয়ার অন্যতম সঙ্গী বেশ কয়েকজন ওলির মাজার জিয়ারত করেন।
এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সহ-সভাপতি মীর সাখাওয়াত হোসেন তরু, সিরাজুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর চৌধুরী, সাধারণ সম্পাদক মিছবা আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লছমান, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আলো চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান রুনু, কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান কলা, সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন খাঁন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শাহজান শাহ, সৌদি প্রবাসী আওয়ামী লীগ নেতা কামাল আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাছিক আহমদ, সহ-সভাপতি আমিনুল জয়নাল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান শাহীন, যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, নাসির উদ্দিন রিজু,আব্দুল মালেক পারভেজ আহমদ, রনি আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের সনি,স্বেচ্ছা সেবক লীগ নেতা মিনহাজ উদ্দিন আহমদ, যুবলীগ নেতা জিল্লুর রহমান, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক শেখ মুমিনুল হাসান প্রমুখ।