• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

সকাল থেকেই প্রচারণায় ড. মোমেন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বিজয় ৭১ ডেস্ক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আজ দ্বিতীয় দিন।
প্রথম দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা প্রচারণার ধারাবাহিকতায় আজ বুধবারও সকাল থেকেই নগরীতে প্রচারণায় নেমেছেন মহাজোট মনোনীত প্রার্থী জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।
মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নৌকা প্রতীকের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার ২য় দিনে বুধবার (১২ ডিসেম্বর) সকালে সিলেট জেলা জজ কোর্ট এলাকা থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। গণসংযোগকালে তিনি কোর্ট বিধি অনুযায়ী সকল দপ্তরে যান।
এছাড়া ড. মোমেন কোর্ট পয়েন্ট এলাকার সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আহবান জানান।
এ সময় সিলেট জেলা জজ কোর্টের আইনজীবীরা ও দলীয় নেতাকর্মীরা তাঁর সাথে ছিলেন।