• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

এবার আরিফের বাসায় মুক্তাদির

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক
এবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় গিয়ে সাক্ষাত করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আরিফের কুমারপাড়াস্থ বাসভবনে যান তিনি।
এ সময় মেয়র আরিফ ও খন্দকার মুক্তাদির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। মুক্তাদির নির্বাচনের জন্য আরিফের সহযোগিতা কামনা করেন। আরিফও সহযোগিতার আশ্বাস দেন।
খন্দকার মুক্তাদির বলেন, সিলেট-১ আসনে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে মাঠে নামতে হবে। এ দেশের ১৭ কোটি মানুষের স্বার্থে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে এবং গণসংযোগ করতে হবে।
এ সময় মেয়র আরিফও সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি অবশ্যই মাঠে নামবেন। সকলে মিলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (৯ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের চূড়ান্ত দলীয় মনোনয়ন জমা দিয়েই নগর ভবনে আরিফের সাথে সাক্ষাৎ করেন মুক্তাদির।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের দলে কোন বিভেদ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আমার হয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে থাকবেন। বিএনপির সকল নেতাকর্মী তাদের সর্বস্ব দিয়ে আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের নির্বাচনী এলাকার সকল প্রচারণায় মাঠে নামবেন।
উল্লেখ্য, সিলেট-১ আসনে দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীকে বিএনপি থেকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডের কাছে চিঠি পাঠিয়েছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা। তবে বিএনপির হাইকমান্ড দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকেই মনোনয়ন দিয়েছে। আরিফুল হক চৌধুরী কেন্দ্রে ইনাম আহমদ চৌধুরীর পক্ষে চিঠি দেয়ায় তাদের মধ্যে দূরত্বটা স্পষ্ট হয়ে ওঠে। সেই দূরত্ব ঘোচাতে আবারও আরিফের কাছে ছুটে গেলেন মুক্তাদির।