বি৭১নি ডেস্ক : সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও অর্থমন্ত্রীর ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেনের নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেছেন আসনের বর্তমান এমপি আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার দুপুরে ড. মোমেনের নির্বাচনী প্রচারণা উদ্বোধনের পর সন্ধ্যায় কার্যালয় পরিদর্শনে যান অর্থমন্ত্রী।
এসময় প্রার্থী ড. ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।