বি৭১নি ডেস্ক :ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেটে আসছেন আগামীকাল বুধবার। হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের পর সিলেট থেকেই তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন তারা।
বুধবারই তারা সিলেটে যাচ্ছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক। ড. কামাল ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ জোটের শীর্ষ নেতারা সিলেটে আসছেন বলে জানান তিনি।
তিনি জানান- বুধবার সকালে পৃথক ফ্লাইটে সিলেটে আসবেন তারা। হযরত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের পর সিলেটে গণযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।