• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাইলেন হুইপ শাহাব উদ্দিন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮

বি৭১নি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আসা দরকার। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। কারণ সাংবাদিকরা যদি সরকারের উন্নয়নের সঠিক চিত্র পত্রিকায় তুলে ধরেন, তাহলে অবশ্যই মানুষ আমাদের মূল্যায়ন করবে।
হুইপ মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়কালে এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজ উদ্দিন, দপ্তর সম্পাদক জেহিন সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য শহিদুল আলম শিমুল প্রমুখ।
হুইপ তাঁর নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরে বলেন, গত ১০ বছরে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে সড়ক-সেতু-কালভার্ট, যোগাযোগ ব্যবস্থাসহ, নানা অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের কাজ চলমান রয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। সেই সাথে এলাকার উন্নয়নের স্বার্থে গণমাধ্যমকর্মীদেরও সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, মিজানুর রহমান, রুয়েল কামাল, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, এ.জে লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।