বি৭১নি ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা শাখার সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. চুনু মিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার সিলেট জেলা বিএনপির পরামর্শক্রমে বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই নির্দেশনা স্বল্প সময়ের মধ্যে কার্যকর করা হবে।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ সহ দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে তিনি আপিল করেন। আপিল পর্যালোচনা শেষে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ না করার শর্তে তার স্থগিতাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়।