• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটের উন্নয়নে সততার সাথে কাজ করতে চাই: ড. মোমেন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮

বি৭১নি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেন,
শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসলে যদি দায়িত্ব পাই তাহলে সিলেটের উন্নয়নে সততার সাথে কাজ করতে চাই। মঙ্গলবার(১১ ডিসেম্বর) সকাল ১১টায় মির্জাজাংগাল রাজ বাড়িতে মনিপুরি সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় সমেন্দ্র সিং এর পরিচালনায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

বেনু ভূষন ব্যানার্জির সভাপতিত্বে ড. মোমেন আরও বলেন, শেখ হাসিনার সরকার গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন কাজ করেছে, সবার নিরাপত্তা বেড়েছে এবং নারী জাগরনে প্রচুর কাজ করে যাচ্ছে যার ফলে প্রতিটি ক্ষেত্রে নারীদের কর্ম সংস্থান বাড়ছে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেয়ার আহব্বান জানান তিনি।