বিজয় ৭১ ডেস্ক
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটে। তবে হামলায় ফখরুলকে বহনকারী গাড়ি অক্ষত রয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে ফখরুলের গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী কৃষিবিদ ইউনুস আলী।
ইউনুস আলী বলেন, নির্বাচনী গণসংযোগে বেগুনবাড়ি এলাকায় পৌঁছালে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা করে যুবলীগ ও ছাত্রলীগ। স্থানীয় গণি চেয়ারম্যানের নেতৃত্বে তারা এই হামলা করে। এ সময় পাঁচ থেকে ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়।
তিনি আরও বলেন, পুলিশ প্রোটিকশনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই বিএনপি কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। তবে মির্জা ফখরুল তাদের শান্ত থাকতে বলেছেন।
এদিকে বগুড়ায় বিএনপি প্রার্থী জিএম সিরাজের গাড়িতে হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।