আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন সফল করতে সিলেট মহানগর যুবলীগের দুই শতাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। শুক্রবার সকালে মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির নেতৃত্বে নেতকর্মীরা সম্মেলনে যান।
আলম খান মুক্তি জানান, অভিভাবক সংগঠন আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন মহানগর যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন। তিনি বলেন, তাঁর সাথে জেলা যুবলীগ নেতা ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আফছর খানসহ দুই শতাধিক নেতাকর্মী রয়েছেন। বিজ্ঞপ্তি