• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট থেকেই প্রচারণা শুরু করবে ঐক্যফ্রন্ট-বিএনপি

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮

                                                                                                           বুধবার সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বুধবার সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত এবং সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ধানের শীষের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এছাড়া সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার সিলেটে জনসভার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিএনপি।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আসার খবর নিশ্চিত করে শায়রুল কবির খান বলেন- সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন তারা।

এদিকে সিলেট বিএনপি জানায়- বুধবার (১২ ডিসেম্বর) দুপুর দুইটায় সিলেট রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে উপস্থিত থাকবেন গণফোরাম-এর সভাপতি ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্যের ডা. জাফর উল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জাসদের সভাপতি আ স ম আব্দুর রব ও জাতীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ওই সমাবেশে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানান।

এদিকে নির্বাচন পরিচালনায় সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে বেশকিছু উপকমিটি গঠন করেছে বিএনপি। নির্বাচন কমিশন সমন্বয়, পোলিং এজেন্ট প্রশিক্ষণ, নির্বাচন পর্যবেক্ষক, মিডিয়া, অর্থ ও প্রচার ইত্যাদি।

সোমবার রাতে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন পরিচালনা উপকমিটিগুলো গঠনের কাজ প্রায় চূড়ান্ত। মঙ্গলবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে প্রতিটি সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতো বিএনপি। কিন্তু এবার তিনি কারাগারে থাকায় ড. কামাল হোসেনের নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবে ঐক্যফ্রন্ট ও বিএনপি।