• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

বুধবার সিলেট আসছেন ড. কামাল বুধবার সিলেট আসছেন ড. কামাল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে এবার ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আইনজীবী ড. কামাল হোসেন। সেই প্রচারণার অংশ হিসেবে বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেট আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

এদিন দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট আসছেন বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্রমতে, জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির এই দুই শীর্ষ নেতা হযরত শাহ জালাল (রহ.) এবং হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে বেশ কয়েকটি পথসভায় তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

১৯৯১ সাল থেকে প্রতিটি সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতো বিএনপি। কিন্তু এবার তিনি কারাগারে থাকায় ড. কামাল হোসেনের নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবে ঐক্যফ্রন্ট ও বিএনপি।

বিএনপি সূত্রে জানা গেছ, প্রথম ও দ্বিতীয় দিন নিজের দুই আসন ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ নির্বাচনী প্রচারণা শেষে বুধবার ঢাকায় ফিরবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ড. কামাল হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ যেসব শীর্ষ নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন না, তাদের নিয়ে দেশের গুরুত্বপূর্ণ জেলা, মহানগর সফর করবেন বিএনপির মহাসচিব। তবে সব কিছুই নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির ওপর।