• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বস্ব দিয়ে নির্বাচনী মাঠে নামবেন আরিফ: মুক্তাদির

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮

নিজস্ব প্রতিবেদক 

সিলেট-১ আসনে বিএনপি এক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন- সিলেট-১ আসনের নির্বাচনী প্রচারণায় মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির সকল নেতাকর্মী তাদের সর্বস্ব দিয়ে নামবেন।

মঙ্গলবার বেলা ১২টায় সিলেটের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথ বলেন।

মুক্তাদির বলেন- দলের প্রার্থীতা চাওয়া একটি সাধারণ ব্যপার। একাধিক ব্যক্তি মনোনয়ন চাইবেন, পাবেন একজন। এখানে একজনের ব্যক্তিগত পছন্দের প্রার্থী থাকতেই পারেন। কিন্তু, দল থেকে মনোনীত প্রার্থীর পক্ষে বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন- সিলেটের সর্বশেষ দুটি সিটি নির্বাচনেই প্রমান হয়েছে দলের প্রার্থীর জন্য বিএনপি নেতাকর্মীরা কি করতে পারেন।