• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

বর্তমান সরকারের প্রাণভোমরা হচ্ছে এদেশের জনগণ : এম এ মান্নান

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮

বি৭১নি ডেস্ক : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকারের প্রাণ ভোমরা হচ্ছে এদেশের জনগণ। জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালবাসা নিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামীলীগ। তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা ও বিজয়ের মধ্য দিয়ে এদেশের উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ আরো অনেক আগেই একটি উন্নত রাষ্ট্রে পরিনত হত। এখন তার যোগ্য উত্তরসূরী বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বেই এদেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি জনসম্পৃক্ত দল। যার শিকড় তৃণমূলের খুবই গভীরে। ঝাঁকুনি দিলে কাঁপুনি সৃষ্টি হবে এমন দল আওয়ামীলীগ নয়। আওয়ামীলীগ সরকার এর উন্নয়ন কর্মকান্ড দুনিয়াব্যাপী সমাদৃত। বিশ্ব অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর যদি আওয়ামীলীগ আগামী নির্বাচনে ক্ষমতায় না আসতে পারে দেশ অনেক পিছিয়ে যাবে, দেশের সর্বনাশ হবে। তাই উন্নয়ন ও সমৃদ্ধির এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
সোমবার সকাল ১০ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পুর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগসংঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় পুর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধুর পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিক খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহ, আলীগ নেতা এনামুল কবির, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দীন দলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, ইউপি সদস্য মহিম উদ্দীন, আজির উদ্দীন, এহিয়া আহমদ সুমন, নিজাম উদ্দীন, সাবেক ইউপি সদস্য আরশ আলী, সেচ্ছাসেবকলীগ নেতা এম এ কাশেম প্রমূখ।