• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

বদরুজ্জামান সেলিমের বহিস্কারাদেশ প্রত্যাহার, ফিরলেন স্বপদে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮

বি৭১নি ডেস্ক : সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সোমবার (১০ ডিসেম্বর) প্রকাশ করা একই বিজ্ঞপ্তিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।
উল্লেখ্য যে, সদ্য অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদে মনোনয়ন দিলেও তা মেনে নিতে পারেননি সেলিম। তিনি নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন।
বিদ্রোহী প্রার্থী হওয়ায় বদরুজ্জামান সেলিমকে দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি। পরে সেলিম নির্বাচন থেকে সরে দাঁড়ালে মৌখিক আদেশে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।