বি৭১নি ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফি আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সোমবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি সেই প্রতীক গ্রহণ করেন। প্রতীক প্রাপ্তির পর পর শফি চৌধুরী হযরত শাহ্জালাল (রহ.) ও হযরত শাহ্পরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় তার সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির সেক্রেটারী আলী আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ খান জামাল, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারী তসলিম আহমদ নিহাল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে দুপুরে শফি আহমদ চৌধুরী ফেঞ্চুগঞ্জে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরমান আলীর জানাজায় অংশ নেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিকেলে তিনি সিলেট জেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন। সন্ধ্যায় দক্ষিণ সুরমার মোগলা বাজার ও দাউদপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ত্বরান্বিত করতে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষকে বিজয়ী করা সময়ের দাবি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে বেগম জিয়ার ধানের শীষের কোন বিকল্প নেই।