বি৭১নি ডেস্ক : সিলেট-১ আসনের বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেছেন, গণতন্ত্র, গণতান্ত্রিক মৌলিক অধিকার প্রতিষ্টায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে মই মার্কায় ভোট দিয়ে চলমান আন্দোলনকে বেগবান করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরে এসেও জোট -মহাজোটের পাল্টাপাল্টি প্রতিহিংসার রাজনীতির ফলে মানুষ সকল অধিকার থেকে বঞ্চিত, এমনকি নির্বাচনের ভোট দিতে পারা নিয়েও শংকার মধ্যে আছে। তাই জোট-মহাজোটের এই লুটপাট ও দুর্নীতির বিপরীতে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।
তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-১ আসনের আনুষ্ঠানিক পথসভায় এই কথা বলেন।
সোমবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে পথ সভায় আর বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলার সভাপতি হৃদয় ছত্রী, জেলা শাখার নেতা মুক্তা দাস, রত্না বসাক, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু প্রমুখ।