• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে আ.লীগের নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও প্রচার মিছিল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮

বি৭১নি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী মুহিবুর রহমান মানিকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে ছাতক পৌর শহরের কাস্টম এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন পৌর সভার প্রতিষ্টাতা মেয়র আব্দুল ওয়াহিদ মজনু।
উদ্বোধন শেষে ছাতক পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে নৌকা মার্কার সমর্থনে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
উদ্বোধন শেষে ছাতক পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে নৌকা মার্কার সমর্থনে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা চান মিয়া চৌধুরী, জামাল মিয়া, কালারুকা ইউপি আ,লীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, আ,লীগ নেতা সাব্বির আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু. যুবলীগ নেতা সোহেল মাহমুদ, লায়েক মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজ তাপস, ইশতিয়াক তানভীর, আল আমিন উপজেলা যুবলীগ নেতা বিশ্বজিৎ ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, সুজেল আহমদ প্রমুখ।

এর আগে সকাল থেকে ছাতকের জাউয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ভোটারদের সাথে পৃথক পৃথকভাবে সভা করেন মুহিবুর রহমান মানিক।