বি৭১নি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন নৌকা প্রতীক পাওয়ায় প্রচারণা শুরু করেছে সিলেট মহানগর যুবলীগ।
সোমবার সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর আম্বরখানা, দর্শন দেউড়ির ৪নং ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছান এবং আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- ইমামুর রহমান লিটন, লাহিন আহমদ, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুহিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, রুপম আহমদ, আব্দুল আহাদ, আফজল হোসেন, রেজাউল করিম হাসান, রিমু খান, আমিনুল ইসলাম আমিন, বাবুল আহমদ, নাবিল হোসেন, আম্বিয়া আহমদ, অমিত