• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

গুলশানের ‘রাজা’ হতে চান নাজমুল হুদা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮

বি৭১নি ডেস্ক :বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ‘সিংহ যেমন বনের রাজা তেমন রাজধানী গুলশানের রাজা হতে চান তিনি।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক পাওয়ার পর নাজমুল হুদা সাংবাদিকদের এ কথা বলেন।ঢাকার বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক পেয়ে নাজমুল হুদা বলেন, ‘আমি জানি, ঢাকার-১৭ আসনে অনেক জনপ্রিয় প্রার্থী আছেন। তবে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। সিংহ কখনো পরাজিত হয় না। সিংহ যেমন বনের রাজা, আমিও গুলশানের রাজা হতে চাই।’গুলশানসহ নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের সভাপতি বলেন, ‘আমাদের স্লোগান সহিংস না। সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন কায়েম করব। এলাকার মানুষের পাশে থেকে মানুষের মন জয় করার চেষ্টা করব। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের দাবি পূরণ করব।’চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী নাজমুল হুদা এখন তৃণমূল বিএনপির চেয়ারম্যান। শুরুতে তার মনোনয়ন বাতিল হলেও নির্বাচন কমিশনে তিনি আপিল করলে তা বৈধ ঘোষণা করা হয়।ঢাকা-১৭ আসন থেকে লড়বেন ১০ জন প্রার্থী। এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ধানের শীষ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ, আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা মহানগরের ১৫টি আসনে ১৩২ জন প্রার্থী লড়বেন। আজ তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।অন্যদিকে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত নাজমুল হুদাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে আদেশ দিয়েছেন উচ্চ আদালত। মামলার ব্যাপারে কোনো কথা বলতে চাননি তিনি। এর আগে নাজমুল হুদা সাংবাদিকদের জানান, সাজা বাতিল চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন তিনি।