• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

প্রতীক পেয়েই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮

বি৭১নি ডেস্ক :নির্বাচনী প্রতীক পেয়েই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
সোমবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্ধ পেয়ে প্রার্থীদের অনেকেই হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত শেষে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমে পরেন। দুপুরের পর থেকে নগরীতে অনেক প্রার্থীর পক্ষে মাইকিং করতে দেখা যায়।
সিলেট ১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ড. একে আব্দুল মোমেন (নৌকা) প্রতীক পেয়েই দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীর ধোপাদিঘীরপারে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। এই আসনের বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ) প্রতীক বরাদ্ধ পেয়ে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন। পরে তার সমর্থনে নগরীরে একটি মিছিল বের হয়।
জেলার ৬টি আসনে মোট ভোটার ২২ লাখ ৫৪ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫০ হাজার ৪১০ জন ও নারী ভোটার ১১ লাখ ৩ হাজার ৯৪৪ জন।