• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে অবাধ ও সুষ্টু নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮

বি৭১নি ডেস্ক : অবাধ ও সুষ্টু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জিকে গউছ।
দুপুরে জেলা বিএনপির সায়েস্তানগরস্থ অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কারও বিরুদ্ধে গায়েবী মামলা হবে না এবং কাউকে গ্রেফতার করা হবে না। আমরা বঙ্গবন্ধুর কন্যার কথা বিশ্বাস করে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু পুলিশ অতি উৎসাহিত হয়ে বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার শুরু করেছে। পুলিশ যদি বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার বন্ধ না করে তাহলে আমরা মনে করবো প্রধানমন্ত্রীর যে আশ্বস্থ করেছেন তার সঠিক নয়। হবিগঞ্জে নির্বাচনে পরিবেশ না থাকে আমরা নির্বাচন করবো কি-না আমাদের ভাবতে হবে। আর যদি নির্বাচনের পরিবেশ বন্ধ হয় এর দায় দায়ীত্ব হবিগঞ্জের পুলিশকে বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম, জেলা বিএনপির নেতা গোলাম মোস্তফা রফিক, পৌর বিএনপি’র আহবায়ক আবুল হাসিম প্রমুখ।