বি৭১নি ডেস্ক :আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রতীক বরাদ্দ শুরু করেন।প্রতীক নিয়ে আজ থেকেই প্রার্থীরা প্রচারণার কাজ শুরু করবেন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার কাজ শুরু করতে হবে। আর এই প্রচারণার কাজ বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে।
সিলেট-৬ আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন,বাংলাদেশ আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফয়সল আহমদ চৌধুরী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশর আজমল হোসেন (হাতপাখা), বিকল্প ধারা বাংলাদেশর শমসের এম চৌধুরী (কুলা)।