• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘আলম খাম মুক্তি যুবলীগের শক্তি’ নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৬

1স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির ছবি দিয়ে প্রাণের সংগঠন যুবলীগ ‘আলম খান মুক্তি যুবলীগের শক্তি’ নামে একটি ভুয়া ফেসবুক আইপি খোলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ঘটনায় আলম খান মুক্তি মহানগরীর এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নম্বর-৩২৩, তারিখ ০৮/১০/২০১৬।1
সাধারণ ডায়রিতে মুক্তি উল্লেখ করেন, ‘আলম খান মুক্তি যুবলীগের শক্তি’ নামে ফেসবুক আইডি খোলে বিভ্রান্তিমূলক পোস্ট দেয়া হচ্ছে। ওই আইডিতে তাঁর নিজের ছবি দেয়া হয়েছে। আইডি সম্পর্কে তিনি কিংবা যুবলীগের দায়িত্বশীল কেই কিছুই জানেন না। সাাধারণ ডায়রিতে তিনি অবিলম্বে ওই ভুয়া আইডি ব্যবহারকারীকে আইনের আওতায় আনার আবেদন করেন।