বিজয় ৭১ ডেস্ক
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অবশ্যই সেই মাঠে নিজেদের প্রথম জয়ের জন্য উন্মুখ স্বাগতিকরা। তাই বলে সেই ম্যাচ নিয়ে এখনই ভাবার কোনো কারণ দেখেন না মাশরাফি বিন মুর্তজা।
আগামী শুক্রবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। অধিনায়ক জানান, সিলেটে যাওয়ার পরই কেবল ভাববেন সেই ম্যাচ নিয়ে।
‘সিলেটের চিন্তা এখনই করা ঠিক হবে না। কালকে আমার ঠিকভাবে প্রস্তুত হতে হবে। সবাইকে আবার প্রস্তুত হতে হবে যেন পরের ম্যাচটা একইরকম অ্যাফোর্ড দিয়ে আমরা খেলতে পারি।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। মাশরাফি মনে করেন, মিরপুরেই সিরিজ নিশ্চিত করতে একই পরিকল্পনা নিয়ে মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে খেলতে হবে তাদের।
‘পরিকল্পনা হল প্রতিটি ম্যাচ একই গুরুত্ব দিয়ে খেলা। প্রথমটা জিততে পেরেছি, পরের ম্যাচে একই পরিকল্পনা নিয়ে নামতে হবে। শতভাগ দিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। সিরিজ জয় নিশ্চিত করার জন্য আলাদা কোনো পরিকল্পনা কখনও হয় না। লক্ষ্য থাকে প্রতিটি ম্যাচই জেতা।’