• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

খাদিমপাড়া ইউনিয়নে আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সিলেট সদর উপজেলার ৪ নং খাদিম পাড়া ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জেলা ও সদর আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।

কমিটিতে আহবায়ক করা হয়েছে খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জেলা যুবলীগ নেতা এডভোকেট আফছর আহমদ’কে। এছাড়া সদস্য সচিব ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিলাল এবং য্গ্মু আহবায়ক করা হয়েছে সিলেট মহানগ যুবলীগের সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম,যুগ্ম আহবায়ক জেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম দুলু,যুগ্ম আহবায়ক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শেখ বদরুল ইসলাম’কে দিয়ে চার সদস্যর কমিটি ঘোষনা করা হয়।

সিলেট ১-আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড.এ কে আব্দুল মোমেন এর বিজয় নিশ্চিত করতে খাদিমপাড়া নির্বাচন পরিচালনা, সমন্বয়, কর্মকৌশল নির্ধারণ এবং সার্বিক নির্বাচনী কর্মকান্ড পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়।

০১৭৫১৭৩৩৯৬০