বি৭১নি ডেস্ক : ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে দেশের চেহারা বদলে যাবে। রবিবার উপজেলা যুবলীগের আয়োজনে আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন নৌকা প্রতিকে সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিমন্ত্রী এম এ মান্নান।
তিনি আরও বলেন, ২০০৮ সালের পর থেকে দেশের ব্যাপক পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার, দেশের প্রতিটি ঘরে-ঘরে বিদ্যুৎ, গ্রামের পর গ্রাম পাকা রাস্তা, সাঁকোর বদলে ব্রীজ, প্রতিটি গ্রামে সুন্দর সুন্দর স্কুল-মাদ্রাসা নির্মাণ করে গ্রামকে প্রায় শহরে পরিনত করেছে। তাই আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
সভায় উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজনের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বেলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা যুবলীগ সদস্য সবুজ কান্তি দাস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, জগন্নাথাপুর পৌর যুবলীগের আকমল হোসেন ভূঁইয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সহ সভাপতি রিপন তালুকদার, জুবেল আহমদ,দরগাপাশা ইউনিয়ন যুবলীগের আবু খালেদ চৌধুরী রুবেল, সাজিদ চৌধুরী এওর, জয়কলস ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।