বি৭১নি ডেস্ক :সিলেট-১ আসনে দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীকে বিএনপি থেকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডের কাছে চিঠি পাঠিয়েছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা। তবে বিএনপির হাইকমান্ড দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকেই মনোনয়ন দিয়েছে।
আরিফুল হক চৌধুরী কেন্দ্রে ইনাম আহমদ চৌধুরীর পক্ষে চিঠি দেয়ায় তাদের মধ্যে দূরত্বটা স্পষ্ট হয়ে ওঠে। সেই দূরত্ব কাটাতেই যেন আরিফের ‘দরবারে’ ছুটে গেলেন মুক্তাদির।
রবিবার দুুপুরে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের চূড়ান্ত দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি হস্তান্তর করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে সিলেট সিটি করপোরেশনে মেয়র আরিফের কার্যালয়ে গিয়ে হাজির হন।
জানা গেছে, সেখানে উভয় নেতা বিভিন্ন বিষয়ে কথা বলেন। মুক্তাদির নির্বাচনের জন্য আরিফের সহযোগিতা কামনা করেন। আরিফও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্টরা মনে করছেন, খন্দকার মুক্তাদির এভাবে আরিফের কাছে ছুটে যাওয়ায় তা সিলেট-১ আসনে বিএনপির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।