বি৭১নি ডেস্ক :কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তা গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে ইমরান এইচ সরকারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। এ ছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম এক শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। কিন্তু ইমরান এইচ সরকারের এ বিষয়ে ঘাটতি ছিল। তাই জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল করে দেন। এরপর এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসি বরাবর আপিল করেন ইমরান এইচ সরকার।
গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন নির্বাচন কমিশন। পরে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইমরান।