• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে নির্বাচনি লড়াই থেকে ছিটকে গেলেন ১৭ প্রার্থী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৮

বি৭১নি ডেস্ক : সিলেটের ছয়টি সংসদীয় আসনে নির্বাচনি লড়াই থেকে বাদ পড়েছেন ১৭ প্রার্থী।
এদের মধ্যে ১২ জন নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, অপর পাঁচজনের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।
সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১২ প্রার্থী। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন তাঁরা।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-২ আসনে বিএনপির আবরার ইলিয়াস অর্ণব (তার মা তাহসিনা রুশদীর লুনা প্রতিদ্বন্দ্বিতা করছেন), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা কাজী আমিন উদ্দিন, সিলেট-৩ আসনে বিএনপির এম এ হক ও আব্দুস সালাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. নজরুল ইসলাম।
সিলেট-৪ আসনে বিএনপির সামসুজ্জামান জামান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আতাউর রহমান, সিলেট-৫ আসনে বিএনপির মামুনুর রশীদ, সিলেট-৬ আসনে বিএনপির হেলাল খান, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ।
এছাড়া নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।
নিয়ম অনুযায়ী, দল বা জোটের প্রাথমিক মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র দাখিল করা গেলেও, দল বা জোট চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়ার পর বাকি প্রার্থীদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
এ নিয়ম অনুসারে, সিলেটে মনোনয়নপত্র বাতিল হয়েছে পাঁচজনের। তারা হলেন সিলেট-১ আসনে বিএনপির ইনাম আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনে বিএনপির কাইয়ুম চৌধুরী ও জাতীয় পার্টির তোফায়েল আহমদ, সিলেট-৫ আসনে বিএনপির শরীফ উদ্দিন লস্কর ও জামায়াতের ফরিদ উদ্দিন চৌধুরী।