• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে মনোনয়ন প্রত্যাহার করলেন ৫ প্রার্থী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৮

বি৭১নি ডেস্ক :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে ৫জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন তারা।
মনোয়ন প্রত্যাহারকারীরা হলেন- মৌলভীবাজার ১ (বড়লেখা ও জুড়ী) আসনে সাবেক প্রতিমন্ত্রী এড. এবাদুর রহমান চৌধুরী। মৌলভীবাজার– ২ (কুলাউড়া) আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুল মতিন। মৌলভীবাজার ৩ (সদর ও রাজনগর) আসনে এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের ও খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আহমেদ বিলাল। মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে হাজী মুজিবের ছেলে আশিক মুঈদ চৌধুরী।